আরও খবর
দেশে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য করোনা প্রতিরোধী টিকা পাওয়া গেছে উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শিগগিরই এ টিকা দেওয়া শুরু হবে। আর এ জন্য জন্মসনদ দিয়ে সুরক্ষা অ্যাপে (অনলাইন) নিবন্ধনের জন্য অভিভাবকদের প্রতি আহবান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৮ জুন) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক অনুষ্ঠানে এ আহবান জানান।
এ টিকার ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পাওয়া গেছে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুর সংখ্যা বেশি। তাই এ টিকা দিতে সময় লাগবে। দেশে ৫-১২ বছর বয়সী দুই কোটি ২০ লাখ শিশু আছে, সরকারি পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে এ কথা বলেন মন্ত্রী জাহিদ মালেক।
এমকে