আরও খবর
লিচু একটি সুপরিচিত ক্রান্তীয় ফল, যার একটি মিষ্টি স্বাদ ও সুবাস আছে। কিন্তু লিচু যেমন মজাদার তেমন আবার ক্ষতিকরও। কারণ লিচুতে আছে পটাশিয়াম, যা অনেক বেশি খেলে রক্তক্ষরণ হতে পারে। জেনে নিন লিচু খেলে গর্ভবতীদের কি সমস্যা হতে পারে:
১. শরীরের মধ্যে তাপমাত্রাকে বাড়িয়ে তোলে:
গর্ভাবস্থায় খুব বেশি মাত্রায় লিচু খেলে হবু মায়ের দেহের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পায়। যা হবু মায়ের জটিলতা যেমন:ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা, মৃত সন্তান জন্মদান এবং অ্যালার্জির প্রকোপ বাড়া।তাই গর্ভাবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হবু মা সীমিত পরিমাণে (সারা দিনে ৩-৪টি) লিচু খেতে পারেন।
২. রক্তক্ষরণ:
খুব বেশি লিচু খেলে গর্ভাবস্থায় রক্তক্ষরণ ঘটাতে পারে। যা একটি শিশুর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।