আরও খবর
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত কেউ মারা না গেলেও শনাক্ত হয়েছে ২৩ রোগী। পাশাপাশি মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ২২১ জন। শুক্রবার (২৭ মে) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ০ দশমিক ৫৯। নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৮৯৯টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৮৮৯টি।
বিজ্ঞপ্তির তথ্যমতে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৩৭৯ জনের। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩০ জন এবং সুস্থতা ফিরে পেয়েছেন ১৯ লাখ ২ হাজার ১৬ জন। এক কোটি ৪১ লাখ ৪ হাজার ৪৯১টি নমুনা পরীক্ষা হয়েছে। গড়ে ১৩ দশমিক ৮৫ শতাংশ নমুনায় করোনার জীবাণু ছিল।
এমকে