আরও খবর
রাশিয়ার বিজ্ঞানীরা শনিবার জানিয়েছেন, তারা মানুষের দেহে বার্ড ফ্লু নামে পরিচিত এভিয়ান ফ্লুর এইচ৫এন৮ স্ট্রেইন শনাক্ত করেছেন। এ বিষয়ে তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও (ডব্লিউএইচও) সতর্ক করে দিয়েছেন বলে জানান বিজ্ঞানীরা।
টেলিভিশনে এক বক্তব্যে রাশিয়ার স্বাস্থ্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান রসপোত্রেবনাদজরের প্রধান আন্না পোপোভা বলেন, ‘মানুষের দেহে এভিয়ান ফ্লু সংক্রমণের তথ্য ইতোমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পাঠানো হয়েছে।’ বার্ড ফ্লুর এই অতি সংক্রামক স্ট্রেইনটি পাখির জন্য প্রাণঘাতী হলেও মানুষের দেহে সংক্রমণের খবর এর আগে পাওয়া যায়নি।
এএফপি