আরও খবর
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বৃহস্পতিবার বিকেলে প্রায় দুই ঘণ্টার সফল অস্ত্রোপচারের মাধ্যমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে।
বিকেল ৩টায় অস্ত্রোপচার শুরু হয়। দুই ঘণ্টার এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। মওদুদ আহমদের জ্ঞান আছে, ডাক্তারদের সঙ্গে তিনি কথাও বলেছেন। তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে।
হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই অস্ত্রোপচার করা হয়। গত ৩০ ডিসেম্বর মওদুদ আহমদের রক্তে হিমোগ্লোবিন কমে গেলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।