২০২০ সালে সারাবিশ্বে সবচেয়ে শক্তিশালী ও অনুপ্রেরণাদায়ী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে বিবিসি। সেই তালিকায় আছেন দুজন বাংলাদেশি নারীও।
এই তালিকায় আছেন ফিনল্যান্ডের সম্পূর্ণ নারী সদস্য নিয়ে গঠিত কোয়ালিশন সরকারের প্রধান স্যান্না ম্যারিন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস ভ্যাকসিন গবেষণা দলের প্রধান সারা গিলবার্ট।
তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের রিনা আক্তার ও রিমা সুলতানা রিমু।করোনাভাইরাস মহামারির সময়ে রিনা ও তার টিম ঢাকায় প্রতি সপ্তাহে অর্থনৈতিক দুরবস্থায় পড়া অন্তত চারশো যৌনকর্মীকে খাবার সরবরাহ করেছেন।
১০০ অনুপ্রেরণাদায়ী নারীর তালিকায় থাকা আরেক বাংলাদেশি রিমা সুলতানা রিমু একজন শিক্ষক। তিনি কক্সবাজার ভিত্তিক ইয়াং উইমেন লিডার্স ফর পিস-এর একজন সদস্য। রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি মোকাবেলায় কাজ করছেন রিমা। বিশেষ করে রোহিঙ্গা নারী ও শিশুদের যাদের শিক্ষার সুযোগ নেই তাদের জন্য লিঙ্গ সংবেদনশীল ও বয়সভিত্তিক স্বাক্ষরতা কার্যক্রম পরিচালনা করেছেন তিনি।
বিবিসি বাংলা