আরও খবর
ভারতের রাজধানী দিল্লিতে করোনায় মৃত্যু এখন লাগামছাড়া। শহরটিতে প্রতিদিনই ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে প্রাণঘাতী এই ভাইরাসে। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় গড়ে পাঁচজনের ওপর মারা গেছেন।
শুধু তাই নয়, গোটা দেশে যত মৃত্যু হয়েছে, তার একটা বড় অংশই রাজধানী দিল্লির। গত ২৪ ঘণ্টায় করোনায় ভারতে ৫১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু দিল্লিতেই ১২১ জন। এ নিয়ে দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে আট হাজার ৩৯১ জন।