গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৪১৯ জনের নমুনায়। করোনা সংক্রমিত ২৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে করোনা আক্রান্ত দুই হাজার ১৮৩ জন। সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর বলছে, এখন পর্যন্ত চার লাখ ৪৯ হাজার ৭৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। ছয় হাজার ৪১৬ জন করোনা রোগী মারা গেছেন। করোনা আক্রান্ত তিন লাখ ৬৪ হাজার ৬১১ জন সুস্থ হয়েছেন।২৬ লাখ ৬৫ হাজার ১৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৮৮।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৪০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। ১৬ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ০৬।। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ০৭ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ । মারা যাওয়াদের মধ্যে ২১ জন পুরুষ এবং সাত জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে চার জন, রাজশাহীতে দুই জন এবং সিলেটে একজন রয়েছেন। সবাই হাসপাতালে মারা গেছেন।
এমআই